অনলাইন ডেস্ক : আজ শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের বাঁচা-মরার লড়াই। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। পরদিন একই সময়ে বার্মিংহামের এবজাস্টনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে অজিদের মোকাবেলা করবে স্বাগতিকরা। সেমিতে উঠতে হলে বাংলাদেশের সামনে এখন ‘মাস্ট উইন গেম’। বলা বাহুল্য, চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েই ওয়ানডে র্যাংকিংয়ের ছয়ে ওঠার গৌরব অর্জন করে মাশরাফির দল।
ডেথ গ্রপে থাকা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ তুলেও ৮ উইকেটে হেরেছিল ইংল্যান্ডের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটি থেকে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে পেরেছিল। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আর এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বলে মনে করেন সাবেক দলপতি হাবিবুল বাশার সুমন।
হাবিবুলের মতে, কার্ডিফে কিউইদের বিপক্ষে ম্যাচটিই টাইগারদের সেমি ফাইনালের পথ দেখাবে। সেমির আশা এখনও শেষ হয়নি বলেই বিশ্বাস তার। আইসিসির কলামে হাবিবুল লিখেছেন, এটাই বাংলাদেশের শেষ সুযোগ। এবারের আসরে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিতে এটাই বাংলাদেশের শেষ সুযোগ। শুধু বাংলাদেশের জন্যই নয়, শুক্রবার কার্ডিফে এই ম্যাচটি হতে চলেছে নিউজিল্যান্ডের জন্যও বাঁচা-মরার লড়াই।
হাবিবুল আরও লিখেছেন, ২ দলের জন্যই গ্রুপ ‘এ’র ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ, দুটি করে ম্যাচ খেলে দুই দলই সমান ২ পয়েন্ট করে অর্জন করেছে। যেকোনো একদলকে অলরাউন্ড পারফর্ম করে জিততে হবে। তবে, তাতেও সেমির টিকিট নিশ্চিত হবে না। তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অন্য ম্যাচের দিকে।
‘এ’ গ্রুপের সবশেষ ম্যাচটিতে ইংল্যান্ডের কাছে কিউইরা ৮৭ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্ট সমান ১। তবে নেট রান রেটে এগিয়ে টাইগাররা। যথাক্রমে -০.৪০৭, -১.৭৪০। টানা দুই জয়ে সবার আগে সেমিতে ইংলিশরা। দ্বিতীয় স্থানে থাকা অজিরা পরিত্যক্ত ম্যাচ থেকে ২ পয়েন্ট পাওয়ায় নেট রান রেট বঞ্চিত।
নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা আজ
