নিউজিল্যান্ডের পথে টাইগাররা

ক্রীড়া ডেস্ক:
অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প শেষ করে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রোববার সকালে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ডে পথে রওনা হয়েছে টাইগাররা।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ এই সিরিজে বাংলাদেশ তিনটি ওয়ানডে, তিনটি টি২০ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। তবে এ সিরিজের জন্য এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।
সিরিজ শুরু হওয়ার আগে আগামী ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা।
এর আগে নিউজিল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ায় ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছিল বাংলাদেশ দল। এখানে দুটি দলের সঙ্গে অনুশীলন ম্যাচও খেলেছে তারা। প্রথম ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে সিডনি থান্ডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ।