নারায়ণগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে না.গঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনেই মহাজোট প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন।
২০ লাখ ৩৪ হাজার ২৪৫ জন ভোটারের নারায়ণগঞ্জে বেসরকারি ফলাফলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সেলিম ওসমান বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
নারায়ণগঞ্জের ৭৪৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাঁচটা থেকে জেলা নির্বাচন কার্যালয়ে ‘ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র’ থেকে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল ঘোষণা শুরু করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রাব্বী মিয়া।
নারায়ণগঞ্জ-১ আসন : এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ১২৬টি কেন্দ্রে গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৮৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৪৮২ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৭৯১ জন। মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ৩৯৭ এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩৯৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৬ টি।
নারায়ণগঞ্জ-২ আসন : এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ১১৩টি কেন্দ্রে নজরুল ইসলাম বাবু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১২ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। তারমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৪৫ এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ১২২ জন।
নারায়ণগঞ্জ-৩ আসন : এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ১১৮টি কেন্দ্রে লিয়াকত হোসনে খোকা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৬৭ জন। তারমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১৭০ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭০২ জন।
নারায়ণগঞ্জ-৪ আসন : এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ২১৬টি কেন্দ্রে শামীম ওসমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ১৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের প্রার্থী মনির হোসাইন কাসেমী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ৫৮২ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন। তারমধ্যে মহিলা ভোটার ২ লাখ ২০ হাজার ৪০২ এবং পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ২১৪ জন।
নারায়ণগঞ্জ-৫ আসন : এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ১৭১টি কেন্দ্রে সেলিম ওসমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৮০ হাজার ৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৯৮৬ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। তারমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৪৫ এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ১২২ জন।