না.গঞ্জে দুদকের জালে কানুনগো

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সরকারের প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কানুনগো হালিম ভুইয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকালে রূপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। একইদিন বিকালে হালিম ভুইয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
কোর্ট পুলিশের এসআই শওকত হোসেন বলেন, ফতুল্লা মডেল থানায় করা ওই মামলায় হালিম ভুইয়াকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আ. সালাম মোল্লা।
এ মামলায় উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে সার্ভেয়ার থাকাকালীন সময় পরস্পর যোগসাজশে রাজউকের পূর্বাচল প্রকল্পের কামতা মৌজার আরএস ১৫৬৪ দাগে বাস্তবের চেয়ে বেশি গাছপালা দেখিয়ে গাছের মূল্য বেশি দেখিয়ে এবং সরকারি খাস জায়গার গাছ ব্যক্তি মালিকানা দেখিয়ে সরকারের তিন কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৮৯৭ টাকা ১৪ পয়সা আত্মসাৎ করেছেন।
মামলায় ১১ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার এজাহারভুক্ত ২নং আসামি হালিম ভুইয়া।