না.গঞ্জের মানুষ সন্ত্রাস থেকে পরিত্রান চায়: নজরুল ইসলাম খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সোমাবার মেয়র প্রার্থী সখাওয়াত হোসেনের প্রচারনা অংশ নিতে নারায়ণগঞ্জে আসেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ভাইস চেযারম্যান রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়ালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে নির্বাচনী প্রচারনা চালাতে এসে বলেন, নারায়ণগঞ্জে  সন্ত্রাস, অনাচার, মাদকের বিস্তার আছে। মানুষ এর হাত থেকে পরিত্রান চায়। এই পরিত্রান পাওয়ার জন্য তারা একজনকে দিয়ে অনেক চেষ্টা করেছেন। যদি মানুষ মনে করেন যে সমস্যার সমাধান হয় নাই তাহলে অন্য কাউকে সাহসী ভুমিকা নিয়ে এইগুলি দুর করা দরকার। তাহলে তাদের সামনে শাখাওয়াৎ হোসেন হলো বিকল্প। কোন পদ পদবী ছাড়াই শাখাওয়াৎ হোসেন ৭ খুনের মামলায় আইনজীবি হয়ে যে সহাসিকতার পরিচয় দিয়েছেন, সামাজিক কর্মকান্ডে যেভাবে অংশগ্রহন করেছেন, তাতে নারায়ণগঞ্জবাসীর দায়িত্ব তাকে পুরষ্কৃত করা। পরে তিনি শহরের টানবাজার, সুতারপট্টি, হরিজন পাড়া এলাকায় গনসংযোগ করেন।