‘নাসিরনগরে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের শাস্তি পেতেই হবে’

একাত্তরলাইভডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা নির্বিকার নই। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় (হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা, মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ) শেখ হাসিনার সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। যারা এ অপরাধ সংগঠিত করেছে, তাদের শাস্তি পেতেই হবে।’শুক্রবার (০৪ নভেম্বর) রাজধানীর বনানী মডেল হাই স্কুলে গারোদের ঐতিহ্যইবাহী ‘ওয়ানগালা (নবান্ন)’ উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।দেশের সংখ্যালঘুদের অভয় দিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। বাংলাদেশে আপনাদেরও সমান অধিকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমান। তারা সমান অধিকার পাচ্ছে এ দেশের নাগরিক হিসেবে। নিজেদের মাইনরিটি ভাববেন না। মাথা উচুঁ করে বাঁচবেন, মাথা নিচু করবেন না।’তিনি আরো বলেছেন, ‘ভয়কে জয় করতে হবে। জীবন হচ্ছে একটা সংগ্রাম। যে আকাশে মেঘ নেই সেটা আকাশ নয়। যে নদীতে ঢেউ নেই সেটা নদী নয়। যেখানে গর্জন নেই সেটা সাগর নয়। দুর্যোগ যেখানে নেই সেটা প্রকৃতি নয়। এটাই বৈচিত্র্য; নদীতে ঢেউ থাকবে, সাগরের গর্জন থাকবে, আকাশে মেঘ থাকবে। এই যে বৈচিত্র্য, এর সব কিছু মিলিয়েই আমাদের এই বাংলাদেশ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবনের চ্যালেঞ্জ অতিক্রম করবেন সাহসের সঙ্গে।’
ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব উদযাপন পরিষদের সভাপতি নকমা দুর্জয় তজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং, সংসদ সদস্য জুয়েল আরেং প্রমুখ।