একাত্তরলাইভডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফের একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নাসিরনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন দেবের বাড়িতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে অগ্নিসংযোগের পর পর ঘটনা আঁচ করতে পারায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অঞ্জন দেবের বাড়ির পাটখড়ি রাখার একটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
নাসিরনগরে ফের বাড়িতে অগ্নিসংযোগ
November 5, 2016