একাত্তরলাইভডেস্ক: ব্রাহ্মণাবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িতে তাণ্ডবের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এদিকে শুক্রবার চার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।এ মামলায় অজ্ঞাত চার থেকে পাঁচশ জনকে আসামি করা হয়েছে।নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, তাণ্ডবের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গত রোববার একটি সাম্প্রদায়িক গোষ্ঠী উপজেলা সদরে অন্তত ১৫টি মন্দিরে এবং শতাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। তাদের তাণ্ডবে আহত হয় অন্তত ২০ জন। এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাত লোককে আসামি করে দুটি মামলা হয়েছে।
নাসিরনগরে ফুটেজ দেখে গ্রেপ্তার আরো ৯
![](https://ekattorlive.com/wp-content/uploads/2016/11/Picture1478401916.jpg)
November 6, 2016