নাসিরনগরের ঘটনায় গ্রেপ্তার আরো ২১

ন্যাশনালডেস্ক:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আরও ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নাসিরনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর গ্রেফতারের বিষয়টি স্বীকার করে্একাত্তরলাইভডটমককে বলেন, হামলার ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। কাউকে অযথা হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি।নাসিরনগরে হামলার ওই ঘটনায় এ পর্যন্ত মোট ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গ্রেফতার হওয়া ৫৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হামলার ঘটনায় দায়েরকরা দু’টি মামলায় সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে।উল্লেখ্য, ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনা ঘটে।