নাসিক নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি সন্তুষ্ট

একাত্তরলাইভডেস্কডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দুপুর পর্যন্ত সন্তুষ্ট সবাই। বিশেষ করে দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি সন্তোষ প্রকাশ করেছে।
সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী ও বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তারা দুজনই জনরায় মেনে নেবেন বলে জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে বেলার ১২টার দিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন এ পর্যন্ত (বেলা ১২টা) ভোট গ্রহণ নিয়ে তারা সন্তুষ্ট।
তিনি আশা করেন প্রশাসন এমন কোনো আচরণ করবেনা যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।
এর আগে সকালে নারায়ণগঞ্জে ভোট দিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে বিএনপি দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন তিনি নির্বাচনর মাঝপথ থেকে সরে যাবেন না।
অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব উল হানিফও ঢাকায় বলেছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে।
এর আগে সকালে নারায়ণগঞ্জে ভোট দিয়ে দলটির প্রার্থী সেলিনা হায়াত আইভীও বলেছেন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।
দু প্রধান প্রতিদ্বন্দ্বীই বলেছেন জনরায় তারা মেনে নেবেন। -বিবিসি