নাশকতার মামলায় তারেক সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে নাশকতার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (৩০ এপ্রিল) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির আদেশ দেন।

অপর আসামী হলেন- গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি, তারেক রহমানের ব্যক্তিগত সহকারি লুৎফর রহমান বাদল, মো: সোহেল, মো: ইমরান, হালিম সিকদার, ডা: আলী আকবর, মো: মোবারক হোসেন ও আব্দুল আজিজ।

গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ২০১৫ সালের ২১ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে বিএনপি জোটের নেতাকর্মীরা গাজীপুরের হোতাপাড়ায় একটি বাসে কেরোসিন ও পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই দিলীপ চন্দ্র সরকার বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে জয়দেবপুর থানায় মামলা [১০১ (১)১৫] দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৫ আগস্ট তারেক রহমান, তার সহযোগি লুৎফর রহমান বাদল ও মঞ্জুরুল আহসান রনিসহ বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

তিনি আরো জানান, তারেক রহমান, লুৎফর রহমান বাদল ও মঞ্জুরুল করিম রনিসহ ওই ৯ আসামি পলাতক রয়েছে। গত রোববার ওই মামলার শুনানি শেষে আদালত বিচারক ওই ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির আদেশ দেন।