অনলাইন ডেস্ক: সামাজিক মাধ্যমগুলোতে যৌন সম্পর্কের আহ্বান জানাচ্ছে এক সুন্দরী নারী। এতেই হৈহৈ রব। সেই আহ্বানে সাড়া দিতেই ফেঁসে গেল ১৫০ জন পুরুষ। এ ঘটনায় সম্প্রতি ফ্লোরিডা থেকে ব্রায়ন ডেনেউমোস্টিয়ের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
অভিযোগে বলা হয়, আটক তরুণ মেয়েদের পোশাক পরে সোশ্যাল সাইটে অশ্লীল ছবি পোস্ট করতো। এরপর সেখানে টোপ দিয়ে বিভিন্ন পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করত। পরে লুকিয়ে সেই ভিডিও তুলে পর্ন সাইটে আপলোড করে মোটা টাকা আয় করত ব্রায়ান।
৩২ বছরের ব্রায়ানের বিরুদ্ধে এমন অভিযোগ শুনেই চমকে গেছেন তদন্তকারীরা। অভিযোগ, নারী সেজে প্রায় ১৫০ জন যুবকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল ব্রায়ান। তারা ভিডিওটির ব্যাপারে কিছুই জানতেন না। ব্রায়ানের টুইটার পেজেও দেখা গেছে মহিলাদের পোশাক পরে ছবি আপলোড করেছে এ তরুণ।