কে. এম. রুবেল, ফরিদপুর:
রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো- এই শ্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন নির্মূলকরনে প্রচারাভিযান ২০১৬ উদযাপন উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সাইকেল র্যালি বের হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। ব্র্যাক এর আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এরাদুল হক, আজাহারুল ইসলাম, এম এ জলিল, মেজনিনের কাজী শাহানা, পিন্টু মন্ডল, সিদ্দিকা মিলি, রুবিনা আক্তার, এম. এ. হক, মো. জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসক এর কার্যালয় থেকে বের হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সাইকেল র্যালিতে স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।