নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে(২০১৬-২০১৮) এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও শরীফ উদ্দিন সবুজ পূর্ন প্যানেলে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিপরীতে মাত্র তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ফলে মাসুম-সবুজ প্যানেলের বেশিরভাগ প্রার্থী বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচন কমিশনে কাছে মাসুম-সবুজ প্যানেল তাদের মনোয়নপত্র জমা দেন। মাসুম-সবুজ প্যানেলে নির্বাচনের প্রার্থীরা হলেন- সভাপতি পদে দৈনিক খবরের পাতা সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সহ-সভাপতি পদে একুশে টেলিভিশন এর জেলা প্রতিনিধি বিমল রায়, সাধারণ সম্পাদক পদে দৈনিক সকালের খবরের ষ্টাফ রিপোর্টার শরীফ উদ্দিন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, কোষাধ্যক্ষ পদে নিউ এইজ এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বৈশাখি টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক। কার্য নির্বাহী সদস্য পদে- ক্লাবের সদ্যসাবেক সভাপতি কবি হালিম আজাদ, সদ্যসাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ, হাসানুজ্জামান শামীম, আনিসুর রহমান আনিস ও ফয়সল পরাগ। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট আহসানুল করিম চৌধুরী বাবুল জানান, শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিলো। সভাপতি পদে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক পদে শরীফ উদ্দিন সবুজসহ এ প্যানেলের ১১ জন তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া সভাপতি পদে মোস্তফা করিম, সাধারন সম্পাদক ও কার্য্যকরী সদস্য পদে মানব জমিনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন মনোনয়নপত্র জমা দেন। বিকেল ৪টায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে জমা হওয়া সকল মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষনা করা হয়। শনিবার(২২ অক্টোবর) বাছাইকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী সোমবার(২৪ অক্টোবর) বিকেল তিনটা পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) নোটিশ বোর্ডে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী শুক্রবার (২৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের এজিএম এবং দুপুর দুইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।