নারায়ণগঞ্জপ্রতিনিধি: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বলেন, ইসলামের শিক্ষায় সবাই মিলে জনবান্ধব দেশ গড়ে তুলতে হবে। পুলিশ সুপার মঈনুল হক বলেন, অনেক জায়গায় গেলে মনে হয় যে সেখানে গেলে পূন্য অর্জন হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাব এমন একটি জায়গা। র্যাব-১১ এর সিও লেঃ কর্নেল কামরুল হাসান, নারায়ণগঞ্জে অত্যন্ত যোগ্য লোকেরা সাংবাদিকতা করেন।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র্যাব-১১ এর সিও কামরুল হাসান, জেলা সিভিল সার্জন এহসানুল হক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারন সম্পদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবু সাউদ মাসুদ, সাবেক পিপি আসাদুজ্জামান, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ রফিকুল ইসলাম জীবন, সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দৈনিক সংবাদ এর জেলার ফটো সাংবাদিক প্রনব কুমার রায়, চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি আহসান সাদিক শাওন, মাছরাঙা টেলিভিশন এর জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েল, যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি আমির হুসাইন স্মিথ, আমাদের সময় এর ষ্টাফ রিপোর্টার ভি এম আরিফ প্রমুখ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, রোজা একদিকে সংযম অন্যদিকে আনন্দ। আনন্দ হচ্ছে ঈদের প্রস্তুতির আনন্দ। আল্লাহর ইবাদত করার আনন্দ। মানুষকে ভালোবাসার আনন্দ। আনন্দ আমাদের সবার মধ্যে ভাগ করে নেয়ার জন্য ইফতার মাহফিল। ইসলামের শিক্ষায় সবাই মিলে জনবান্ধব দেশ গড়ে তুলতে হবে। জনবান্ধব এ সরকারের পক্ষে সাংবাদিক, পুলিশসহ আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের সাংবাদিকদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে। ভালো সাংবাদিকদের মধ্যে একতা আছে। আমাদের অনুপ্রাণিত করে। আমি বারবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আসার ইচ্ছা পোষন করছি। নারায়ণগঞ্জে সাংবাদিকদের সাথে প্রশাসনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক বজায় থাকবে বলে আমি আশা করি।
পুলিশ সুপার মঈনুল হক বলেন, অনেক জায়গায় গেলে মনে হয় যে সেখানে গেলে পূন্য অর্জন হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাব এমন একটি জায়গা। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা সত্যের পথে অবিচল চলে এ শহরবাসির শ্রদ্ধা অর্জন করেছেন, করছেন। তাদের ভূমিকার কারনে আমি তাদের শ্রদ্ধা করি। তারা তাদের এ ভূমিকা অব্যহত রাখবেন এটা আমি কামনা করি।
র্যাব-১১ এর সিও লেঃ কর্নেল কামরুল হাসান, আমি পুলিশ সুপার সাহেবের সাথে একমত। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আসলে আমারো খুব ভালো লাগে। অত্যন্ত যোগ্য লোকেরা এখানে সাংবাদিকতা করেন। নারায়ণগঞ্জের সাংবাদিকতার মান প্রশংসনীয়। আমরা সবাই মিলে এদেশের জন্য কাজ করলে, দেশের ভালোর জন্য কাজ করলে এ দেশটি এগিয়ে যাবে।
সিভিল সার্জন এহসানুল হক বলেন, ইফতার বলতে নির্দিষ্ট কিছু নেই। রোজাদার রোজা ভেঙ্গে যা খাবেন তা-ই ইফতার। কিন্তু আমাদের মধ্যে প্রচলিত হয়ে গেছে যে রোজা ভেঙ্গে আমরা ভাজা-পোড়া খাই। এটি আমাদের স্বাস্থের জন্য ক্ষতিকর। রোজা ভেঙ্গে আমাদের পানি, ফলের রস, রসালো ফল খাওয়া উচিৎ। কারন সাড়াদিন রোজার কারনে আমাদের শরিরে পানির ঘাটতি তৈরী হয়। রোজায় ওলট-পালট খেলে শরিরে সমস্যা হতে পারে।
ইফতার মাহফিল এর আগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ইজিএম অনুষ্ঠিত হয়।