নারায়ণগঞ্জপ্রতিনিধি:নারায়ণগঞ্জের সদর থানাধীন আমলাপাড়ায় একটি মসজিদ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১২ টার দিকে আমলাপাড়া সরকারী আদর্শ প্রাইমারী স্কুল সংলগ্ন আমলাপাড়া আবু বকর সিদ্দিক (রা:) জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনার পর মসজিদের কোষাধ্যক্ষ গোলাম হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-১২০৬, তারিখ ২৪-১০-২০১৬।জিডিতে উল্লেখ করা হয়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে আমলাপাড়া আবু বকর সিদ্দিক (রা:) জামে মসজিদের নীচতলার ২টি থাই গ্লাস ডোর অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত তিনটি ইট দিয়ে ভেঙ্গে চুরমার করে চলে যায়। তিনজনের বয়স আনুমানিক ৩০/৩৫ এবং তাদের সাদা সার্ট ও গেঞ্জী ছিলো। তাদের কথাবার্তা এবং অসংলগ্ন আচরনে তাদেরকে নেশাগ্রস্থ মনে হয়েছে।এদিকে ঐ রাতে মসজিদের দোতালায় ঘুমিয়ে থাকা মসজিদের খাদেম মো: ইয়াসিন এ ব্যাপারে জানায়, রাত আনুমানিক ১২ টার দিকে প্রচন্ড আওয়াজে তার ঘুম ভেঙ্গে যায়। তিনি দ্রুত নীচে নেমে দেখেন তিনজন লোক দৌড়ে পালিয়ে যাচ্ছে। তারা কারা, তা তিনি চেনেন না।ঘটনাস্থল পরিদর্শণে আসা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ বিষয়ে জানান, এটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।এদিকে মসজিদে হামলার ঘটনায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন মসজিদের মুসুল্লি ও এলাকাবাসী। তারা ঘটনা সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন
নারায়ণগঞ্জ আমলাপাড়ায় আবু বকর জামে মসজিদে দুর্বৃত্তের হামলা
October 25, 2016