নারায়ণগঞ্জপ্রতিনিধি:চীফ জুডিশিয়াল আদালত ‘খ’ অঞ্চল থেকে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে হাতকড়া সহ রিমান্ড শুনানীর এক আসামি পালিয়ে গেছে। রবিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ফতুল্লা থানার একটি মামলার রিমান্ড শুনানী শেষে গারদখানায় নিয়ে যাওয়ার পথে সে পালিয়ে যায়। পলাতক আসামি কুষ্টিয়া সদরের আর্দশপাড়া এলাকার সামসুদ্দিন মন্ডলের ছেলে মনির হোসেন (৪৬)।কোট পুলিশ পরিদর্শক (ওসি) সোহেল আলম একাত্তরলাইভডটকমকে জানান, রোববার সকালে আমলী আদালত ‘খ’ অঞ্চলের আদালতে ফতুল্লা মডেল থানার মামলা নং-১৫(৬)১৫ সালের একটি মামলার রিমান্ড শুনানীর দিন ধার্য্ ছিল। এ সময় উক্ত মামলার আসামি পুলিশ প্রহরায় কাঠগড়ায় উপস্থিত ছিল। আদালত রিমান্ডের শুনানীর পর নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা কনেষ্টেবল বোরহান উদ্দিন এবং আজম উক্ত মামলার আসামি মনিরকে কোট এলাকায় অবস্থিত গারদখানায় নেওয়ার পথে অনেকটা সু-কৌশলে হাতকড়াসহ মনির পালিয়ে যায়।সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশ সদস্য বোরহানউদ্দীন এবং আজমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সেই সাথে পলাতক আসামি মনিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ আদালত থেকে পালালোএক আসামী
November 6, 2016