নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্রের গ্রেফতার ৮ ছিনতাইকারীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসনিম জেবিন বিনতে শেখ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লার মাসদাইরের ফারুক মন্ডলের ছেলে আলোচিত সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মেহেদী মন্ডল (১৮) একই এলাকার মনির হোসেনের ছেলে হ্নদয় ওরফে নাকা (২২), জয়নাল আবেদীনের ছেলে আমির হামজা ওরফে লিংকন (২৩), মৃত নুর ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৪), মনির হোসেনের ছেলে আদর আলী (২৬), বাচ্চু মিয়ার ছেলে বাবু (২২), ইসদাইর রেললাইন এলাকার মৃত আবেদ আলীর ছেলে হাবিব ওরফে চোরা হাবিব (২২) ও দেওভোগ এলাকার মৃত মনির হোসেনের ছেলে অনিক (২৭)।
এরআগে শুক্রবার রাতে মাসদাইর এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে ৮ ছিনতাইকারীদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ৫-৬টি ধারাল ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপকর্মের মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্রের ৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ছোরা উদ্ধার করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।