নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহর বাসায় ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে। পুলিশ বলছে কেউ আতঙ্ক তৈরীর জন্য এ ঘটনা ঘটিয়েছে।
সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ’র ছোট ভাই আকবর হোসেন টুটু জানান, সোমবার বিকেল সাড়ে চারটায় কে বা কারা ওবায়েদ উল্লাহ’র নগরীর দুই নং বাবুরাইল এলাকায় অবস্থিত বাসায় দুইটি ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে। এসময় ওবায়েদ উল্লাহ বাসায় ছিলেন না। তার বড় ছেলে সুমন ও স্ত্রী ছিলেন। কিছু নিক্ষেপের শব্দ শুনে তারা বাইরে এসে নিচে উঠানে ও বাড়ির দো’তলার কার্নিসে দুইটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ এসে এগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ওবায়েদ উল্লাহ বাদি হয়ে একটি জিডি করেছেন।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, এগুলির ভেতরে পাথর ছাড়া আর কিছু পাওয়া যায়নি। আতঙ্ক সৃষ্টির জন্য এগুলি নিক্ষেপ করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ওবায়েদ উল্লাহ এবারের এনসিসি নির্বাচনে ১৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ওবায়েদ উল্লাহ জানান, এলাকায় মাদক ব্যবসায়ীদের আমি বাধা দেই। আমার ধারনা এর জের ধরে এ ঘটনা ঘটেছে।