নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফের পায়ুপথে বাতাস ঢুকিয়ে আল আমিন (২০) নামে এক শ্রমিককে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যা চেষ্টার অভিযোগে তার সহকর্মী রিমন মিয়াকে (২১) আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোপালদি বিনাইরচর এলাকার সাবেদ আলী স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আল আমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের গোপিন্দী গ্রামের হাছান আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে আল আমিন শরীরে থাকা তুলা পরিষ্কারের সময়ে দুষ্টুমির ছলে পায়ুপথে প্লাস্টিকের নল দিয়ে বাতাস ঢুকিয়ে দেন রিমন। পেট ফুলে যাওয়ায় আল আমিন ছটফট করতে থাকে। এ ঘটনা দেখে অপর দুই শ্রমিক আলামিন ও ইমন ঘটনাটি কারখানা কর্তৃপক্ষকে জানায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে স্থানান্তরিত করা হয়।
ওসি আরো জানান, রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। রিমন রাজশাহীর চারঘাটের থানাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
এর আগে গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবেদা স্পিনিং মিলে পায়ুপথে বাতাস দিয়ে সাগর বর্মণ নামের এক শিশু শ্রমিককে হত্যা করা হয়। ওই ঘটনার পাঁচ মাস পর গত ১৪ ডিসেম্বর সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় বিআর স্পিনিং মিলে ইয়ামিন (১৪) নামের আরেক শ্রমিককে হত্যা করা হয়।