নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক অভিযানে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী সন্দেহে ৫ নারীসহ ১৫১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিভিন্ন এলাকায় তারা নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে পাগলা ও মাসদাইর ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ১৫১ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫ জন নারী রয়েছেন।
এ সময় আটককৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই ও বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়। তারপরও তাদের মধ্যে যাচাইবাছাই করা হচ্ছে।