নারায়ণগঞ্জে ধানের প্রচারনায় আসছেন খালেদা জিয়া

নারায়ণগঞ্জপ্রতিনিধি:নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে আগামী ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জে আসছেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বিএনপি’র একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দীর্ঘদিন ধানের শীষে ভোট প্রদানে বঞ্চিত বিএনপি’র ভোটারদের উজ্জীবিত করতে সাখাওয়াতের পক্ষে ২০ তারিখ নারায়ণগঞ্জে জনসংযোগ করবেন বেগম জিয়া।

সূত্রটি আরো জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে আগামী সংসদ নির্বাচনের ‘টেষ্ট কেস’ হিসেবে নিয়েছে বিএনপি। তাই এই নির্বাচনকে খুবই গুরুত্বের সাথে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডের জন্য কেন্দ্রীয় নেতাদের দিয়ে আলাদা আলাদা টিম গঠন করে দেয়া হয়েছে। এই টিমগুলো প্রতিদিনই সাখাওয়াতের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়ার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন। ফলে প্রত্যেকদিনই নারায়ণগঞ্জে আসছেন বিএনপি’র কেন্দ্রীয় সব হেভিওয়েট নেতারা।

শনিবার সাখাওয়াতের গনসংযোগে অংশ নিতে নারায়ণগঞ্জে এসেছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দীর্ঘ দিন পর ধানের শীষের প্রতিক পেয়ে, সেই সাথে কেন্দ্রীয় নেতাদের আগমনে ঝিমিয়ে পরা নারায়ণগঞ্জ বিএনপি আবারো চাঙ্গা হয়ে উঠেছে। স্থানীয় নেতাদের মাঝে বিরাজমান সকল দ্বন্দ আর বিভেদ ভুলে দলীয় প্রতীকের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। যেন প্রাণের সঞ্চার হয়েছে দলটির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। এই প্রাণস্পন্দণকে গনজোয়ারে পরিনত করতে নির্বাচনী প্রচারণার শেষ দিনে দলীয় চেয়ারপার্সণ নারায়ণগঞ্জে আসবেন এবং দলীয় মেয়রপ্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে নারায়ণগঞ্জের মানুষের কাছে ধানের শীষে ভোট চাইবেন।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ১৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে।