নারায়ণগঞ্জপ্রতিনিধি: বন্দর থানার একটি বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নারায়ণগঞ্জের দুই জেএমবি সদস্যকে ২০ বছর করে কারাদন্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।সোমবার (১০ অক্টোবর) দুপুরে আসামীদ্বয়ের উপস্থিতিতে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক কামরুন নাহার এই দন্ডাদেশ প্রদান করেন।দন্ডপ্রাপ্ত জেএমবির দুই সদস্য হলেন, বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকার মো: হোসেনের পুত্র মাহাবুব আলম (২২) ও মৃত কামালউদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২০)।নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের পিপি জাসমিন আহম্মেদ মামলার বরাত দিয়ে জানান, বিগত ২০০৭ সালের ৭ জানুয়ারী টাঙ্গাইল থেকে জেএমবি সদস্য সাইফুল ইসলামকে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করে র্যাব। পরবর্তীতে র্যাব তার স্বীকারোক্তি মোতাবেক বন্দর থানার ফরাজিকান্দা থেকে মাহাবুব আলমকে গ্রেফতার করেন। সেসময় আসামীদের কাছ থেকে হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, জিহাদী বই উদ্ধার করা হয়।