একাত্তর লাইভ ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নাসিক নির্বাচনে আমাদের পার্টি ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে, আশাকরি নির্বাচনী ফলাফলে আপনারা তা দেখতে পাবেন। নারায়ণগঞ্জে নির্বাচনের এখন যে বাতাস বইছে, নৌকার পালে যে হাওয়া লেগেছে সেটা সব মানুষের মুখে মুখে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রতীক নৌকাই বিজয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘এখানে (নারায়ণগঞ্জে) আমাদের তিনটি বিষয় রয়েছে তা হলো আমাদের প্রার্থী জনপ্রিয়। দ্বিতীয়ত সেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়ার আছে। আর আমাদের সাংগঠনিক শক্তি। এ তিনটির সমন্বয়ে নৌকার পাল্লাটাই ভারী, সেটাই আমার মনে হয় সবাই স্বীকার করবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হলে নৌকাই বিজয়ী হবে, ইনশাআল্লাহ।’
অনেকে ধানের শীষের পক্ষে নীরব বিপ্লব হওয়ার কথা বলছেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিপ্লবটা নৌকার পক্ষে হয় কি না সেটাই দেখেন।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে এ যাবৎ কোনো অভিযোগ করেনি। নির্বাচন কমিশনের দায়িত্ব ও কর্তব্য স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ হোক আমরা তা মনে-প্রাণেই চাই।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিষ্কার নির্দেশনা আছে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে পার্টির সাধারণ সম্পাদক হিসেবে আমিও বলছি, আমাদের সরকার ও দল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। এটাই আমরা চাই। এটাই আমাদের নেত্রীর নির্দেশ।
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের একটি অংশ দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ আছে- এ বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রার্থী হচ্ছেন সেলিনা হায়াৎ আইভী, শামীমকে তার প্রতিদ্বন্দ্বী ভাবা হয়। নৌকাকে বিজয়ী করার জন্য সবাই যে ঐক্যবদ্ধ এটার বড় প্রমাণ হচ্ছে শামীম প্রেস করফারেন্স করে দ্বিধা সংশয়ের অবসানে শেষ পর্যন্ত আইভীকে শাড়িও উপহার দিয়েছেন। পরের দিন যেটা পরেই আইভী গণসংযোগ করেছেন। এখানে তো আর বলার কিছু থাকে না।’
‘আওয়ামী লীগ একটি বড় দল সেখানে তো ছোটখাটো বিরোধ থাকতেই পারে’ মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। নৌকাকে বিজয়ী করার ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে বলে আমার জানা নেই।