নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব রেইনবো ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সেন্ট্রাল সিটি ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান মাহমুদ বাচ্চু ওরফে বাচ্চু ভাইয়ের ১ম মৃত্যুবার্ষিকী আগামী ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে আসছে শনিবার বাদ জোহর শহরের বঙ্গবন্ধু রোড এলাকায় বাঁধন কমিউনিটি সেন্টারের ৪র্থ তলায় (নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম বাচ্চু ভাইয়ের একমাত্র মেয়ে গুলশান মাহমুদ ও তিন ছেলেÑ ফ্রান্স প্রবাসী আশিক মাহমুদ, আমেরিকা প্রবাসী রিয়াজ মাহমুদ ও ফ্রান্স প্রবাসী নেওয়াজ মাহমুদ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, বৃটিশ-ভারত শাসনামলে ১৯৩০ সালের ১ মে শহরের আলম খান লেনের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জিয়াউল হাসান মাহমুদের জন্ম। তার পিতা মাওলানা আবদুল গফুর উকিল তৎকালীন অবিভক্ত বৃটিশ-ভারতের নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি এবং নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শৈশব থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন।চাকরি জীবনে তিনি তৎকালীন আরবান কো-অপারেটিভ ব্যাংক ও গ্রীনলেজ ব্যাংকে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তেজগাঁও শিল্প এলাকায় একটি মোটরযান সংযোজন কারখানায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৬৭ সালে অবসর গ্রহণ করে ব্যবসায় মনোনিবেশ করেন। তিনি ১৯৫৬ সাল থেকে দীর্ঘ ১১ বছর ইপিজেএমসি ও ঢাকা ওয়ার্ন্ডার্স ক্লাবের হয়ে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে দাপটের খেলেন। ১৯৬৯ সালে তিনি নারায়ণগঞ্জে রেইনবো ক্লাব ও পরবর্তীতে সেন্ট্রাল সিটি ক্লাব প্রতিষ্ঠা করেন।
১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলার ক্রীড়া উন্নয়নে নিরলস কাজ করে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।