নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের তারাবের রূপসী এলাকার গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানা যায়নি।