নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ মহানগর কমিটিতে স্থান পেতে বিএনপির পলাতক সন্ত্রাসীজাকিরখানের দৌড়ঝাপ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়ায় গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়। কিছুদিনের মধ্যেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হবে সংবাদ প্রচার হচ্ছে। মহানগর বিএনপির কমিটি এই প্রথম ঘোষণা করা হবে জেলায়। আগে নগর বিএনপির কমিটি থাকলেও তা জেলা বিএনপির অধীনে। তাই কমিটিতে স্থান পেতে অনেকেই সাংগঠনিক কাজ করার পাশাপাশি কেন্দ্রে লবিং চালিয়ে যাচ্ছেন। সাবেক সাংসদরাও বিভিন্ন পদের জন্য যোগাযোগ করছেন কেন্দ্রের বিভিন্ন পর্যায়ে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পতিতালয়ের সর্দার নামে খ্যাত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ভারতে পলাতক সাবেক ছাত্রদল নেতা জাকির খান ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন। সে মহানগর কমিটিতে পদ নেওয়ার জন্য কেন্দ্রে জোড়ভাবে লবিং চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনবোধে টাকা-কড়ি বিলিয়ে দিচ্ছেন। গোপন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ বিএনপির এক সাবেক সাংসদের সমর্থন পাওয়ার জন্য তার পুত্রের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। কিছুদিনের মধ্যেই জাকির খান আদালতে আত্মসমপর্ন করবেনবলে শহরে গুনঞ্জন চলছে । এতে করে নারায়ণগঞ্জে আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক মহল। শান্ত নারায়ণগঞ্জ আবার অশান্ত হয়ে উঠবে। একসময়ের ভয়ঙ্কর সন্ত্রাসী জাকির খানের সাঙ্গ-পাঙ্গরা আবার পূনরুপে জাগ্রত হয়ে উঠবে।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, যদি জাকির খানেরমত সন্ত্রাসীদেরকে মহানগর কমিটিতে স্থান দেওয়া হয় তাহলে বিএনপি সাধারন মানুষের আস্থা হারাবে। বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে বিএনপি সন্ত্রাসীদের আশ্রয় দেয় না। আর জাকির খান নারায়ণগঞ্জ ফিরে আসলে আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে এটা সবাই জানে। আমরা আশাবাদী জাকির খানের মতো সন্ত্রাসীরা বিএনপিতে স্থান পাবে না। তৃনমূল নেতাকর্মীদের দাবী, কোনভাবে নতুন কমিটিতে সন্ত্রাসীদের স্থান দেওয়া যাবে না তেমনিভাবে সুবিধাবাদীদেরকেও স্থান দেওয়া যাবে না। কারন অতীতে নারায়ণগঞ্জ বিএনপির গুরুত্বপূর্ণ পদ পাওয়া অনেক নেতাদেরই রাজপথে দেখা মেলেনি।এদিকে কেন্দ্রীয় সূত্রে জানা যায়, খোঁজ খবর নিয়ে জেলা ও মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব নির্ধারণ করা বা পুরাতন ও নতুন নেতৃত্বের সমন্বয়ে নতুন করে কমিটি করার কাজ শুরু করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধাক মহল। এ লক্ষ্যে জেলার বিভিন্ন নেতাদের সম্পর্কে খোঁজ খবর নেয়া ও তাদের অতীত আন্দোলনের আমলনামা নিয়ে এখন কেন্দ্র বিচার বিশ্লেষণ করে দেখছে কাকে কমিটি দিলে জেলায় বিএনপি অতীতের সকল সময়ের তুলনায় শক্তিশালী হবে এবং তারা এ লক্ষ্যেই কাজে করে যাচ্ছে।
না’গঞ্জ মহানগর বিএনপির কমিটিতে পদ পেতে পলাতক সন্ত্রাসী জাকিরখানের দৌড়ঝাপ

October 5, 2016