নারায়ণগঞ্জপ্রতিনিধি : নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নকে নিজস্ব ভবন নির্মান করার জন্য স্থায়ী জমি বরাদ্ধের ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
( বিএফইউজে) আয়োজিত সাংবাদিকদের সাথে ইফতার মাহফিলে অংশ নেয়ার পর রাতে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল চৌধুরীকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য এ নির্দেশ প্রদান করেন। মতবিনিময় সভায় নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আবদুস সালাম তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, আমাদের ইউনিয়নের একটি নিজস্ব কার্যালয়ের জন্য একটি সরকারী জমি প্রয়োজন। এ ব্যাপারে নারায়নগ্ঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে জমি বরাদ্ধের প্রস্তাব ভুমি মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।একই সাথে নারায়নগঞ্জে কর্মরত সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানের জন্য একটি সাংবাদিক পল্লী গড়ে তোলার জন্য সরকারী খাস জমি বরাদ্ধের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সারা দেশে সাংবাদিকদের আবাসিক সমস্যা সমাধানের জন্য সরকার উদ্দ্যেগ গ্রহন করেছে। বর্তমানে উত্তরায় ফ্লাট নির্মান করা হচ্ছে। সেখানে সাংবাদিকদের জন্য সহজ কিস্থিতে ফ্লাট বরাদ্ধ করা হবে। পাশাপাশি জেলা প্রশাসকদের মাধ্যমে স্ব স্ব জেলায় খাস জমি খুজে বের করার জন্য সাংবাদিক নেতৃবৃন্দদের আহবান জানান। এসময় নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু,প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ট ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব মুর্তুজা আহমেদ, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব কামাল চৌধুরী, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।