না’গঞ্জে সতীর্থ-০১ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ হাই স্কুলের ২০০১ ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে গড়ে তোলা ‘সতীর্থ’ নামক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারন সভার মাধ্যমে সংগঠনটি আরো গতিশীল করার প্রত্যয় নিয়ে পথ চলার জন্য সভায় সকলের সহযোগিতার আহবান করা হয়।
শুক্রবার নারায়ণগঞ্জ হাই স্কুল শিক্ষক মিলনায়তনে সাধারণ সভা ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। এসময় মিলাদে সংগঠনের শুভ কামনায় দোয়া প্রার্থনা করা হয়।  সভায় সংগঠনের সভাপতি মোঃ রকিব উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শুভ ঘোষ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আসিফ মতিন জনি, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বীর হোসাইন, কোষাধ্যক্ষ সমরজিৎ চক্রবর্তী, কার্যকরী সদস্য গোপী সাহা, মিথুন মোদক সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।