নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়ের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকজন পুরুষ। সোমবার (৩১ অক্টোবর) সকালে সদরের ফতুল্লার নতুনকোর্ট প্রাঙ্গনে পুরুষ নির্যাতন প্রতিরোধ আইনের দাবীতে ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুরুষ নির্যাতন প্রতিরোধ আইনের বাংলাদেশের আহ্বায়ক খায়রুল আলমের নেতৃত্বে এ মানববন্ধনে অংশগ্রহন করেন একাধিক নির্যাতনের শিকার পুরুষ।মানববন্ধনে অংশগ্রহনকারী সংগঠনের আহ্বায়ক খায়রুল আলম বলেন, বাংলাদেশে নারী ও পুরুষের সমান অধিকারের প্রতিষ্ঠার কথা বলা হলেও শুধুমাত্র নারীদের নির্যাতনের ক্ষেত্রেই দেশে আইন চালু করা হয়েছে। অথচ নানা ভাবে পুরুষরা নির্যাতিত হয়ে আসলেও সরকারের পক্ষ থেকে নির্যাতিত পুরুষদের বিষয়ে তেমন কোন নজর দেয়া হয় না। তাই পৃুরুষ দিবসে এই বারের শ্লোগান নারী পুরুষদের সমান অধিকারের কথা বিবেচনা করে সরকার পুরুষ নির্যাতন আইন চালু করবেন।এদিকে, পুরুষ নির্যাতন আইনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ শে নভেম্বর বিশ্ব পুরুষ দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল র্যালী ও আলোচনা সভা হবে। বিকেলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বরাবর স্মরকলিপি প্রদান করবে পুরষ নির্যাতন প্রতিরোধ বাংলাদেশ।
না:গঞ্জে পুরুষ নির্যাতন আইন চালুর দাবীতে মানববন্ধন
November 1, 2016