নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় লিমা নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
হাসপাতালের স্ত্রীও গাইনী চিকিৎসক উম্মে সালমা চৌধুরী শান্তার অবেহলায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে মৃতের আত্মীয় স্বজনরা ।
অন্তঃসত্বা গৃহবধূ লিমা আক্তার (৩০)কে নগরীর কালিবাজারে অবস্থিত মেডি প্লাসের ডা. সালমা চৌধুরী শান্তার তত্বাবধায়নে সোমবার (২৯ মে) ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকের অবহেলায় মঙ্গলবার (৩০ মে) দুপুর ১ টার দিকে সে মারা যায়।
নিহত গৃহবধূ পাইকপাড়া এলাকার হাজী আব্দুর রহমান মৃধার ছেলে মহসীন মোল্লার স্ত্রী। তাদের আরও দুটি কন্যা সন্তান রয়েছে।
এ ঘটনায় রোগীর আত্মীয় স্বজনরা হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর করেছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ক্লিনিকটির চিকিৎসক, নার্স ও ম্যানেজার।
লিমার স্বামী মহসীন মোল্লা সাংবাদিকদের বলেন, সোমবার রাত ১ টার দিকে লিমার প্রসবযন্ত্রনা উঠলে তাকে নগরীর মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস এন্ড জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর ম্যানেজার ডা. শান্তাকে ফোন করলে তিনি তাৎক্ষনিক না এসে পরদিন সকাল ১১টার দিকে আসেন। রোগী দেখে বলেন কোন সমস্যা নেই রোগীকে খাবার খাওয়ান আর আলট্টাস্নো গ্রাম করে নিয়ে আসেন। এভাবে কিছুক্ষন থাকার পর আমার স্ত্রী মারা যায়।মৃত্যুর খবর বুঝতে পেরে চিকিৎসক, নার্স, ম্যানেজার পালিয়ে যায়।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জান জানিয়েছেন, নিহতের স্বজনরা মামলা দায়েরে অস্বীকৃতি জানিয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
তিনি আর জানান, ময়নাতদন্তের ঝামেলা এড়াতে তারা মামলা করতে রাজি হয়নি। পরে পুলিশ প্রহরায় লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।