নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি একাকার হয়েছে আইভীর জন্য। এখানে কোনো দল নেই।’
রোববার নগরীর ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন সেলিনা হায়াৎ আইভী।
সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭০ ভাগ উন্নয়নের কাজ হয়েছে। নির্বাচিত হলে ৩০ ভাগ কাজ হবে।
সেনা মোতায়েন নিয়ে আইভী বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে সেটাই সিদ্ধান্ত। এখন নির্বাচন করতে এসে অনেকে অনেক কিছু বলে। কেন জনগণের ওপর বিশ্বাস করতে পারছে না। এটা তাদের দুর্বলতা। নারায়ণগঞ্জের ধারাবাহিকতায় নির্বাচন সব সময়ই সুষ্ঠু হয়েছে। ২০০৩ সালে জোট সরকারের সময় নির্বাচন করেছিলাম। তখনই তো জনগণ রায় দিয়েছে।’
আইভী আরো বলেন, ‘প্রভাবিত করার কিছু নেই। নারায়ণগঞ্জের জনগণ তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিবে। আমি অলিগলিতে দাঁড়িয়ে কাজ করেছি। লোকজন সাখাওয়াত সাহেবকে কোনোদিন দেখেছে কি না আমার সন্দেহ আছে। মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছে।’
আইভী আরো বলেন, ‘নির্বাচিত হলে ওয়াসা নারায়ণগঞ্জ থেকে পরিচালিত করব। তাহলে পানি সমস্যা থাকবে না।’