নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ দল যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার রাত ৮টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার টঙ্গীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ মে আলোচিত এই মামলার অন্যতম দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ।
১৫ মে সোমবার সন্ধ্যায় রাজধানীর নবাবপুর রোডের ইব্রাহিম আবাসিক হোটেল থেকে সাফাতের গাড়িচালক বিল্লালকে এবং এর আধা ঘণ্টা পর দেহরক্ষী রহমতকে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।