নাইক্ষ্যংছড়ি আ’লীগ নেতার লাশ উদ্ধার, পরিবারের দাবী পরিকল্পিত হত্যাকান্ড

কক্সবাজার সংবাদদাতা
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ ইসমাঈল হোসেন আত্বহত্যা করেনি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার হত্যাকান্ডের সঠিক তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে নিহত ইসমাঈলের পরিবার। ২ মে কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তার পরিবার এ দাবী করেন ।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আওয়ামীলীগ নেতা বড় মেয়ে নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে আয়মান তানিয়া। তিনি বলেন আমার পিতা একজন সাবেক বিজিবি কর্মকর্তা এবং বর্তমান সামাজিক এবং রাজনৈতিক ভাবে প্রতিস্টিত তিনি আত্বহত্যা করার মত লোক নয়।

তিনি একদিন আগেও আমার মায়ের সাথে খুবই স্বাভাবিক এবং আন্তরিক ভাবে কথা বলেছে। এছাড়া উনার শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

ডান হাতের একটি আঙ্গুল ভাঙ্গ আছে, হাতের তালুতে কালো দাগ আছে। এছাড়া উনার জিহবা এবং চেহারা কোন ভাবেই বিকৃত হয়নি যা সাধারণ গলায় ফাস লাগানোদের খেত্রে হয়। তাই আমরা মনে করছি উনার কোন রাজনৈতিক শত্রুতার জের ধরে উনাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

সেটা তদন্ত করে বের করার জন্য দাবী জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নিহত ডাঃ ইসমাঈলের স্ত্রী জোসনা আকতার, ছোট মেয়ে কলেজ ছাত্রী আফিফা আইমান সহ নিকট আত্বীয় সজন। উল্লেখ্য নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সহ সভাপতি ডাঃ ইসমাঈলের ঝুলন্ত লাশ ৩০ এপ্রিল বিকালে কক্সবাজার শহরের পাল্যংকি হোটেল থেকে উদ্বার করা হয়।