নাইকো দুর্নীতি: মওদুদের মামলা শুনতে বিব্রত হাইকোর্ট

আদালত প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত বিষয়ে জারি করা রুল শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একজন বিচারপতি। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতি বুধবার মওদুদের মামলাটি শুনতে বিব্রতবোধ করেন।
এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিষয়টি শুনানির জন্য নতুন কোনো বেঞ্চে পাঠাবেন।
আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
গেল বছরের ১১ ডিসেম্বর মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের জারি করা রুল ১৯ জানুয়ারির মধ্যে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে নিষ্পত্তির নির্দেশও দেয়া হয়।