নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস এসএম কাইয়ূম গ্রেফতার হয়েছেন। সোমবার সকালে নরসিংদী ডিবি পুলিশ তাকে যুবলীগ নেতা রাহাত সরকার হত্যা মামলার আসামী হিসেবে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ৬ মে, শনিবার রাতে মাধবদীর আব্দুল্লাহবাজার এলাকায় ঘাতকরা কুপিয়ে ও গুলি করে রাহাত সরকারকে খুন করে। এ ঘটনার ২ দিন পর রাহাতের বড় বোন ফারহানা সুমা বাদী হয়ে এসএম কাইয়ূমসহ ৪ জনকে নামে এবং বেনামে আরো ৫ জনকে আসামী করে মাধবদী থানায় একটি হত্যামামলা দায়ের করে। মামলা দায়েরের পর আসামীদের গ্রেফতারে পুলিশ গড়িমশি করার কারণে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম’র নির্দেশে মামলাটি নরসিংদী গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। হত্যাকান্ডের ২৬ দিন পর ডিবি পুলিশ সোমবার সকালে এ মামলার আসামী এসএম কাইয়ূমকে গ্রেফতার করে। মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে বাদীর সাবেক স্বামী লাখ মিয়া, সজল ভূইয়া ও রাজন।
নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস এসএম কাইয়ূম গ্রেফতার
