আসাদুল হক পলাশ : নরসিংদী শহরের ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রিয়া মেডিকেল হল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা, একই ফ্রিজে রি-এজেন্ট এবং অন্যান্য দ্রব্যাদি রাখার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মোঃ শাহ আলম মিয়ার নেতৃত্বে আইন সিভিল সার্জনের প্রতিনিধি ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রট মো: শাহ আলম মিয়া জানান, শহরের বিষ্ণুপ্রিয়া ডায়াগনোস্টিক সেন্টারের লাইসেন্সটি মেয়াদ উত্তীর্ণ। এ লাইসেন্স ব্যবহার করেই মালিক জিতেন্দ্র চন্দ্র সাহা তার ডায়াগনোস্টিক সেন্টারটি চালিয়ে ব্যবসা করে যাচ্ছে। এছাড়া এ ডায়াগনোস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য যে সকল রি-এজেন্ট ব্যবহার করা হচ্ছিল এগুলো ব্যবহারের মেয়াদ ছিল না। মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের কারণে সকল স্বাস্থ্য পরীক্ষার ফলই ভুল আসবে। যে কারণে রোগীদের চিকিৎসাতেও ভুল হবে। আর এ কারণে রোগীর মৃত্যু ঝুকি থেকে যায়। একই ফ্রিজে রি-এজেন্টের সংগে অন্যান্য খাদ্য দ্রব্য রাখা হয়েছে। যাহা বিপদজনক। নিয়ম অনুযায়ী যে ফ্রিজে রি-এজেন্ট রাখা হবে সে ফ্রিজ অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না। এসকল অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রাথমিকভাবে এ ডায়াগনোস্টিক সেন্টারকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এছাড়া এ ডায়াগনোস্টিক সেন্টারে কর্তব্যরত ভূয়া এক্সরে টেকনেশিয়ান এবং ল্যাব এসিস্টেন্ড দুজনের কাগজপত্র ও বায়োডাটা পরীক্ষা করে তাদেরকে প্রাথমিকভাবে মুচলেকা নিয়ে এরকম কোন টেকনিকেল চাকুরীতে পূনরায় যোগদান না করার শর্তে সর্তক করে ছেড়ে দেয়া হয়।
এব্যাপারে বিএমএ নরসিংদী জেলার সাবেক সভাপতি ডা. এটিএম গোলাম দাস্তগীর-এর সাথে আলাপ করলে তিনি জানান, ডায়াগনোস্টিক সেন্টারে রি-এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মালিক ও টেকনিশিয়ানদের সতর্ক থাকতে হবে। কারণ মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারে স্বাস্থ্য পরীক্ষার প্রত্যেকটি ফলাফলই ভূল আসবে। এ কারণে ভাল অভিজ্ঞ ডাক্তাররাও ভুল চিকিৎসা দিয়ে ফেলবেন। যে কারণে রোগী মৃত্যুর মত ঘটনাও ঘটতে পারে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া এ প্রতিবেদককে বলেন, কোন ডায়াগনোস্টিক সেন্টারই মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার কিংবা ভূয়া টেকনিশিয়ান দিয়ে ব্যবসা চালানোর সুযোগ নেই। কারণ আমার কার্যালয়ের লোকজন নিয়মিতই এগুলোর উপর নজর রাখছে। তবে কোন অসাধু ব্যবসায়ী যদি সস্তা পেয়ে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট কিনে এনে তা পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যবহার করে তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।