নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর গ্রামের ভয়ংকর সন্ত্রাসী ও পেশাদার কিলার ফারুক ওরফে চায়না ফারুককের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত বৃহস্পতিবার রাতে নরসিংদী ডিবি পুলিশ তাকে বাদুয়ারচর গ্রামের একটি পুকুর পাড় থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হাজীপুরে যুব নেতা দেলোয়ার, ছাত্রলীগ নেতা মাহিন, বাদুয়ারচরের এবাদুল্লাহ খুনসহ ডাকাতি, অপহরণ, চাঁদাবাজী, রাহাজানী ও মাদক বেঁচা কেনার বহুসংখ্যক মামলা ও অভিযোগ রয়েছে।
সে একজন অভ্যাসগত অপরাধী হিসেবে এলাকায় পরিচিত। তার ভয়ে সাধারণ মানুষ সবসময়ই শংকিত থাকে। সে বাদুয়ারচর গ্রামের আলা উদ্দিন মেম্বারের পুত্র। তার ভাইদের সংখ্যা ৭ জন। এই ৭ ভাই মিলিতভাবে একটি ভয়ংকর অপরাধী চক্র হিসেবে এলাকায় ত্রাসের রাজত্য কায়েম করেছে। এই ৭ ভাইয়ের প্রায় সবার বিরুদ্ধে ২/১টি করে খুনের মামলা রয়েছে।
এদের মধ্যে চায়না ফারুকই সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী। তার গডফাদার হচ্ছে হাজীপুর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি। যার বিরুদ্ধে সরকারের বিভিন্ন সংস্থাসহ থানায় রয়েছে বহুসংখ্যক মামলা ও অভিযোগ।
পুলিশ জানিয়েছে, নরসিংদী শহরের রাহাত সরকার নামে তার এক সতীর্থ সন্ত্রাসী সম্প্রতি মাধবদী এলাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হয়। এই রাহাত হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
পরে পুলিশ রাহাত হত্যাকান্ডের গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং হত্যাকান্ডে সে নিজে জড়িত থাকার কথা স্বীকার করে। এই অবস্থায় তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। আদালত সোমবার তার রিমান্ড আবেদনের শোনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।