নরসিংদীতে পুত্রের হাতে পিতা খুন

নরসিংদী প্রতিনিধি ঃ পারিবারিক কলহকে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্রের হাতে লাঠির আঘাতে পিতা খুন হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টায় জেলার শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে।
জানা গেছে, দক্ষিণ কারারচরের নিজ বাড়ীতেই বিকেলে পারিবারিক বিষয় নিয়ে পিতা পুত্রের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। এক পর্যায়ে পুত্র হাবিব মিয়া ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি নিয়ে পিতা রুমান মিয়া (৭০)’র মাথায় পর পর কয়েকটি বারি মারে। এতে রুমান মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। এসময় বাড়ীর লোকজন ও প্রতিবেশীরা বৃদ্ধ রুমান মিয়াকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।