নরসিংদী প্রতিনিধি:নরসিংদী-৩ (শিবপুর) আসনের একটি ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি ওই কেন্দ্রের ক্ষমতাসীন দলের এজেন্ট ছিলেন।
ভোট চলাকালে বেলা ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া কেন্দ্রের অদূরে তাকে হত্যা করা হয়। নিহতের নাম মিলন মিয়া (২৮)।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দ্রের অদূরে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানেই মিলন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাটি কারা ঘটিয়েছে, সেটা নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরো জানান, নিহত মিলন মিয়া ওই কেন্দ্রে নৌকার প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহনের এজেন্ট ছিলেন। এই আসনে মোহনের সঙ্গে লড়াই করছেন, দলের বিদ্রোহী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও বর্তমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।
অন্যদিকে বিএনপির প্রার্থী মঞ্জুর এলাহীর প্রার্থিতা ভোটের আগেই উচ্চ আদালতে স্থগিত হয়ে যায়।