নবোদয় হাউজিংয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাবি

একাত্তলাইভ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন নবোদয় হাউজিং এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে এলাকাবাসী।মঙ্গলবার শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা বলেন, মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন প্রায় ৬ কিলোমিটার এলাকায় নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি। অথচ এখানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই।মানববন্ধনে বক্তারা বলেন, দেশের চার লক্ষাধিক শিশু গৃহকর্মে নিয়োজিত। পাশাপাশি দেশের প্রায় ১২ লাখ পথশিশু ন্যূনতম সুযোগ-সুবিধা লাভ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। রাস্তা, পার্ক, বাস-ট্রেন স্টেশন, লঞ্চ ঘাটের খোলা জায়গায় এসব শিশুরা রাত্রি যাপন করে। ফলে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা।মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থনীয় কাউন্সিলর কাউছার জাহান, এএসডির নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী, এএসডির উপনির্বাহী পরিচালক মোজাম্মেল হক, এএসডির শিক্ষা কার্যক্রমের সুপারভাইজার সেলিনা বানু প্রমুখ।মানববন্ধন শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাবিতে স্থানীয় শিশুদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।