ননএমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তর দাবিতে আগৈলঝাড়ায় মানববন্ধন ও আলোচনা সভা

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের নন এমপিও ভুক্ত খাজুরিয়া মহিলা দাখিল মাদ্রাসাকে এমপিও ভুক্ত করার দাবীতে মাদ্রাসার সামনের রাস্তায় মানববন্ধন করেছেন ওই মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটি সদস্য ও শিক্ষার্থীরা। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সভাপতি বজলুল হক মন্টু, পিটিএ কমিটির সভাপতি আ.কাদের মিয়া, মাদ্রাসার সুপার আ.হাকিমসহ প্রমুখ। অনুরুপ কর্মসূচী পালন করেছে নন এমপিও ভুক্ত জল্লা আইডিয়াল কলেজের শিক্ষক ও কর্মচারীরা। ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক অধ্যক্ষ ড.বিনয় ভুষন রায় প্রমুখ।