নগর গোয়েন্দা পুলিশের ২ কর্মকর্তা বরখাস্ত

একাত্তরলাইভডেস্ক: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এসআই ও এএসআই পদমর্যাদার  ওই দুই কর্মকর্তাতে বাহিনীর শৃংখলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়।মঙ্গলবার নগর পুলিশ কমিশনার ইকবার বাহার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।এই দুই কর্মকর্তা হলেন উপ পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান।নগর পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর রাতে অস্ত্র বিক্রেতাদের গ্রেপ্তার করতে ক্রেতা সেজে নগরীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ এর একটি দল। র‌্যাবের দলটি এই সময় তপন কান্তি দে ও মোহাম্মদ দিদার নামের দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করে। এ সময় গোয়েন্দা পুলিশের ওই দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্র বিক্রেতাদের ছেড়ে দিতে র‌্যাবকে অনুরোধ করেন। এক পর্যায়ে র‌্যাব সদস্যদের সঙ্গে  ওই পুলিশ সদস্যের তর্কাতর্কির ঘটনা ঘটে।পরে র‌্যাব গোয়েন্দা পুলিশের ওই দুই সদস্যকেও আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আটক দুই পুলিশ সদস্যকে গোয়েন্দা বিভাগের নিকট হস্তান্তর করে।এই ঘটনার পর দুই গোয়েন্দা কর্মকর্তার শৃংখলাবিরোধী কর্মকাণ্ড প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে নগর পুলিশের ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা জানান।