শাহআলম শফি, কুমিল্লা : নগরীর তালতলা এলাকায় চাচার হাতে ভাতিজা ও কান্দিরপাড়ের নজরুল এভিনিউ রোডে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে।
শনিবার (২৭ মে) রাত ৮ টায় নগরীর তালতলা চৌমুহনী এলাকায় এনজিও লোনের টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে জিয়াউর রহমান (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার চাচা ও জেঠারা। নিহত জিয়াউর রহমান তালতলা এলাকার জালাল মিয়ার ছেলে।
নিহতের জেঠা কামাল মিয়া, চাচা জামাল মিয়া, মামুন ও সুমন কুপিয়ে ও পিটিয়ে জিয়াউর রহমানকে হত্যা করে।
রাত ৭টার দিকে নগরীর কান্দিরপাড়ের নজরুল এভিনিউ এলাকায় শাহজাদা (২০) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধুরা। স্থানীয়রা আহত শাহজাদাকে উদ্ধার করে প্রথমে কুমেক হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত শাহজাদা নগরীর ব্রিটিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। সে নগরীর সুজানগর এলাকার সহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহত শাহজাদার সাথে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র সাফায়াতের বন্ধুত্ব ছিল। কিছু দিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সন্ধ্যার দিকে নগরীর নজরুল এভিনিউ এলাকায় সাফায়াতসহ আরও ৩/৪ জন শাহজাদাকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমেক হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে পড়ে থাকা একটি ব্যাগের সূত্র ধরে অর্পণ নামে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সে নগরীর মডার্ন স্কুলের নবম শ্রেণির ছাত্র।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, হত্যাকান্ডগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।