ক্রীড়া ডেস্ক : মোহালিতে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রথম উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ স্টাম্পিংয়ে মাইলফলক ছুঁয়েছেন মহেন্দ্র সিং ধোনি।ভারতীয় অধিনায়ক পরে ব্যাট হাতে খেলেছেন ৮০ রানের ইনিংস। ৯১ বলের ইনিংসে চার ৬টি ছক্কা ৩টি।আর এই ৩ ছক্কায় দুটি রেকর্ড গড়েছেন ধোনি।ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন ধোনির। তার ছক্কার সংখ্যা এখন ১৯৬টি। ধোনি ভেঙে দিয়েছেন শচীন টেন্ডুলকারের ১৯৫ ছক্কার রেকর্ড।অধিনায়ক হিসেবেও ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন ধোনির। এখানে তিনি ভেঙেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড। অধিনায়ক হিসেবে পন্টিং ছক্কা হাঁকিয়েছিলেন ১২৩টি। ধোনির এখন ১২৫টি।ধোনির ৮০ ও বিরাট কোহলির অপরাজিত ১৫৪ রানের দুর্দান্ত ইনিংসে ভারত তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়েছে ৭ উইকেটে।
ধোনির ছক্কার রেকর্ড
October 24, 2016