অনলাইনডেস্ক :ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধনের দাবিতে সোমবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ডাক দিয়েছে সম্পাদক পরিষদ। এ মানববন্ধনে কেবল সম্পাদক পরিষদের সদস্যরাই অংশ নেবেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্পাদক পরিষদের পক্ষে এই মানববন্ধনের ঘোষণা দেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
এর অাগে লিখিত বক্তব্যে তিনি জানান,মুক্ত সংবাদমাধ্যম, বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী কালাকানুন- এটিকে অাইনে পরিণত করায় অামরা যারপরনাই হতাশ, ক্ষুব্ধ ও মর্মাহত। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রহণযোগ্য পরিবর্তন, পরিমার্জনের লক্ষ্যে আমাদের উদ্বেগের বিষয়গুলো মন্ত্রীসভায় উত্থাপন করার কথা থাকলেও তেমন কিছুই করা হয়নি। অামরা মনে করি, এটি প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে। তাই আমরা পুনরায় মানবন্ধন কর্মসূচি ঘোষণা করছি।
সম্পাদক পরিষদ আরো জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ -এ নয়টি ধারা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই কয়েক দিনের মধ্যে শুরু হতে যাওয়া বর্তমান সংসদের শেষ অধিবেশনে এই ধারাগুলো সংশোধনের দাবি জানাচ্ছে পরিষদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএজ সম্পাদক নূরুল কবীর, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম,বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, সমকাল-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইনডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমানসহ প্রমুখ।