ধানের শীষ প্রার্থী কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে বিস্ফোরক মামলায় কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী।

ধানের শীষ প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চুর বিরুদ্ধে থাকা নাশকতার মামলায় স্থায়ী জামিন নিতে বুধবার আদালতে যান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, বিস্ফোরক মামলায় উচ্চ আদালতের ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। জামিন শেষে বুধবার দুপুরে কুষ্টিয়া নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত বাচ্চু মোল্লার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।