ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে ১০৬ বলে খেলেছিলেন ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে তো ইতিহাসই গড়ে ফেললেন ঋষভ পান্ত। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সি এই ব্যাটসম্যান। রঞ্জি ট্রফিতে মঙ্গলবার ঝাড়খন্দের বিপক্ষে দিল্লির দ্বিতীয় ইনিংসে পান্ত সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ৪৮ বলে। লাঞ্চের আগে তিনি ৬৬ বলে ১৩ ছক্কা ৮ চারে ১৩৫ রানে অপরাজিত। রঞ্জি ট্রফি তো বটেই, এটি ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ১৯৮৮ সালে রঞ্জি ট্রফিতে আসামের হয়ে ত্রিপুরার বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন রাজেশ বোরা। একই বছর ইরানি ট্রফিতে তামিল নাড়ুর হয়ে অবশিষ্ট ভারতীয়র বিপক্ষে ভি বি চন্দ্রশেখরও ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। ১৯৬৬ সালে রঞ্জি ট্রফিতে তামিল নাড়ুর হয়ে গোয়ার বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন রেউবেন পল। এবারের রঞ্জি ট্রফিতে দারুণ ফর্মে আছেন পান্ত। প্রথম দুই রাউন্ডেই করেছিলেন দুই সেঞ্চুরি, যার একটি আবার ট্রিপল সেঞ্চুরি। এবার করলেন জোড়া সেঞ্চুরি, গড়লেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড পান্তের
November 8, 2016