একাত্তরলাইভডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেছেন, মহানবী করীম (সা.) পৃথিবীতে এসেছিলেন মানুষকে কালেমা শিখাতে, রাষ্ট্রকে কালেমা শেখাতে নয়। তার লক্ষ্য ছিল প্রকৃত ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সুন্দর মানুষ বানানো। মহানবী (সা.) এর এই দ্বীনি দাওয়াত সকলের কাছে পৌঁছাতে হবে।বুধবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের ইমাম প্রশিক্ষণ মিলনায়তনে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ‘সমন্বয় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা সবার কাছে পৌঁছাতে হবে। বাংলাদেশে দ্বীনি দাওয়াতের কাজকে আরো ব্যাপক ও বহুমুখী করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সচিব ড. মো. আলফাজ হোসেন, প্রকল্প পরিচালক হাসান জাহাঙ্গীর আলম (যুগ্ম সচিব), পরিচালক মো. তাহের হোসেন, এ বি এম শফিকুল ইসলাম, ইফা কল্যাণ সংস্থার সদস্য সচিব মো. হারুনুর রশীদ, উপ-পরিচালক মজিবুল্লাহ ফরহাদ প্রমুখ।
‘দ্বীনি দাওয়াত সকলের কাছে পৌঁছাতে হবে’
November 9, 2016