আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বিতর্কেও জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। বিতর্ক দেখেছেন এমন ভোটারদের ওপর তাৎক্ষণিক জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে সিএনএন। সিএনএন এবং ওআরসি পরিচালিত ‘বিতর্ক দেখা ভোটার’ জরিপের ফলে দেখা যাচ্ছে- ৫৭ শতাংশ ভোটার মনে করছেন হিলারি জয়ী হয়েছেন। বিপরীতে ট্রাম্পের পক্ষে রায় ৩৪ শতাংশ ভোটারের।যুক্তরাষ্ট্রের সময়ে ৯ অক্টোবরের এ বিতর্ককে ‘কুৎসিত বিতর্ক’ বলে অভিহিত করেছেন অনেকে। হিলারি ও ট্রাম্প ব্যক্তিগত কেলেঙ্কারি ও নোংরামি নিয়ে বেশি কথা বলেছেন এবং উৎসাহ নিয়ে জবাবও দিয়েছেন। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও তারা কথা বলেছেন। জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়েও পরস্পরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করেছেন তারা।দুই প্রার্থী বিতর্কের শুরুতে করমর্দনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় না করলেও বিতর্ক শেষে তারা হাত মিলিয়েছেন। শেষ পর্যন্ত ট্রাম্পের কণ্ঠে ধ্বনিত হয়েছে হিলারি স্তুতি। আগামী ১৯ অক্টোবর তৃতীয় ও শেষ বিতর্ক হবে দুই প্রার্থীর মধ্যে। আর ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।
দ্বিতীয় বিতর্কেও হিলারি জয়ী

October 10, 2016